Paragraph কি? What is paragraph?
1 min read
Paragraph কি?What is paragraph?
Paragraph কি? What is paragraph?
একটি নিদির্ষ্ট বিষয় সম্পকির্ত ও যুিক্তসঙ্গতভাবে সংগঠিত কতকগুলো Sentence সম্মিলিত ভাবেই হচ্ছে Paragraph.অর্থাৎ Paragraph Writing বলতে বোঝায় একই বিষয়ের উপর কতকগুলো সঙ্গতিপূর্ণ বাক্য পর পর বসিয়ে কোন
একটি মনের ভাব প্রকাশ করা।
Paragraph হচ্ছে সাধারণত কিছু বাক্যের একটা সমাহার। সাধারণভাবে যদিও এটা একটা রচনার অংশ, এটা নিজেই
কখনো কখনো হতে পারে বা হয়ে থাকে একটি রচনা। Paragraph এর প্রাণ হচ্ছে ঐ Paragraph -এ গ্রথিত Sentence -গুলোর মধ্যকার ভাবের ঐক্য।
সসুংগত Paragraph লেখার
জন্য নিচে উল্লিখিত Paragraph -এর বৈশিষ্ট্যসমূহ অনুধাবন করা জরুরি:
1.Paragraph এর ১ম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটিতে কেবল একটি Topic বা Idea সম্পর্কে আলোচনা থাকবে।
এর প্রতিটি Sentence মূল বিষয়য়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
2. Paragraph -এ অবশ্যই একটি Para বা অনুেচ্ছদ থাকবে। এক্ষেত্রে একাধিক অনুেচ্ছদ হয়ে গেলে Paragraph Writing এর জন্য কোন নম্বর পাওয়া যাবে না। শিক্ষাথীর্দের এ বিষয়ে যথেষ্ট সতকর্তা অবলম্বন করতে হবে।
3.Paragraph এর আকার সম্পর্কে সুিনর্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। তবে প্রশ্নপত্রে Paragraph এর আকার সম্পর্কে কোনো নির্দেশ থাকলে তা অবশ্যই মেনে চলতে হবে।
4.Paragraph এ অবশ্যই একটি যুিক্তসঙ্গত Title থাকতে হবে।
Paragraph এ কঠিন শব্দ ব্যবহার করা উচিত নয়।
Paragraph তিন প্রকার হতে পারে। যেমনঃ-
১. বর্ণনামলূক : এতে কোন দশ্যৃ, স্থান বা বস্তু বর্ণিত থাকে।
২. আখ্যানমলূক : এতে কোন ঘটনা বা গল্প বিবতৃ হয়।
৩. চিন্তামলূক : এতে কোন মনের ভাব, চিন্তা বা অনভুুিত ব্যক্ত হয়।